
মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এর পক্ষ থেকে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সিলেট নগরীর আম্বরখানায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাবেক ছাত্রদল নেতা চৌধুরী মোহাম্মদ সুহেল সার্বিক তত্ত্বাবধানে এবং সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শিহাব উদ্দিন এবং মহানগর যুবদলের সহ সংগঠনিক সম্পাদক মেহেরাজ ভূঁইয়া পলাশের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ও মহানগর মহিলা দলের সভানেত্রী নিগার সুলতানা ডেইজি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক নৌ কর্মকর্তা এনামুল হক, গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল আমির উদ্দিন পাভেল, জেলা জাসাসের সহ সভাপতি জহির চৌধুরী, মহানগর কৃষকদলের শিল্প বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান রিপন, জেলা যুবদলের সিনিয়র সদস্য শেখ খালেদুর রহমান সাঈদ, সাবেক মদনমোহন কলেজ ছাত্রদল নেতা সাঈদ রব্বানী চৌধুরী সুজন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য শেখ মোঃ দীপু, ৪নং ওয়ার্ড বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বাদশা মিয়া, সাবেক ছাত্রদল নেতা সালেহ আহমদ চৌধুরী, যুবদল নেতা শাহাদাত হোসেন সুমন, আলী রিয়াজ, কবির হোসেন, মহানগর যুবদল নেতা জালাল আহমদ বুলবুল, মহানগর যুবদলের সমাজ কল্যাণ সম্পাদক রাকিবুল হাসান হারুন, মহানগর যুবদলের তথ্য যোগাযোগ ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক সাদেকুর রহমান বাচ্ছু,সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন মিয়া তারেক, মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুবদল নেতা তাজুল ইসলাম তাজ, সামছুর রহমান, আখতার হোসেন, জাবেদ আহমদ, আনোয়ার হোসেন,জেলা যুবদলের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ খান মিজান, হুমায়ুন আহমেদ, মাজহারুল ইসলাম, আরিফ আহমদ, আলী রাজ, সুমন দেব, রনি আহমদ, হিমেল আহমেদ রাফি, রাহাত হাসান পাপ্পু, নাসির আহমদ, সাকিব আহমেদ, সালমান আলী, রুমন, রনি, নূর মোহাম্মদ, মামুন, সাইদুর রিপন আহমেদ প্রমুখ। শেষে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা নজরুল ইসলাম কোরেশী।
প্রধান অতিথির বক্তব্যে নিগার সুলতানা ডেইজি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন আপসহীন ছিলেন। তাঁর আদর্শ, ত্যাগ ও নেতৃত্ব এ দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য চিরন্তন প্রেরণার উৎস। আজকের এই দোয়া মাহফিল শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং তাঁর আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এক মানবিক উদ্যোগ। তিনি আরও বলেন, বিএনপি কখনো শুধু রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকেনি। দুর্যোগে, সংকটে ও মানবিক প্রয়োজনে বিএনপি সবসময় মানুষের পাশে থেকেছে। হুমায়ুন কবির ভাইয়ের পক্ষ থেকে এই কম্বল বিতরণ তারই উজ্জ্বল দৃষ্টান্ত। বিজ্ঞপ্তি



