
কবি, প্রাবন্ধিক ও গবেষক ডক্টর মোস্তফা আহমেদ মোশতাকের প্রকাশিত নীরবতা আমাকে কাঁদায় ও দেশ আমার, মাটি আমার দুটি কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব শনিবার (১৬ জানুয়ারি) নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
পাণ্ডুলিপি প্রকাশনের সিও বায়েজিদ মাহমুদ ফয়সল এর সভাপেিতত্ব এবং মুফতি দেওয়ান আব্দুল্লাহর রাজা চৌধুরীর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে ও শামসীর হারুনুর রশিদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও লেখক মোঃ সীতাব আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম, কবি লেখক ও গবেষক তাবেদার রসুল বকুল, বিশিষ্ট ছড়াকার শাহাদত বখত শাহেদ, আমেরিকা প্রবাসী সাহিত্য অনুরাগী ইয়ামিন চৌধুরী ও বিশিষ্ট সংগঠক ও সমাজসেবী তাহমিনা আহাদ রোজী,সমাজকর্মী ও শিক্ষা অনুরাগী সাবেক সার্জেন্ট আবুল হোসেন, সংগঠক ও সমাজকর্মী কামরুল ইসলাম, মোহাম্মদ সাদিকুর রহমান, ডাক্তার আব্দুল মজিদ, বাহাউদ্দিন আহমেদ, আলোর অন্বেষণে সভাপতি সাজন আহমেদ সাজু, গীতিকার কুবাদ বক্ত চৌধুরী রুবেল, ও বিশিষ্ট সমাজকর্মী সুয়েব লস্কর।
নীরবতা আমাকে কাঁদায় ও দেশ আমার মাটি আমার কাব্যগ্রন্থের লেখক কবি ডক্টর ম আ মোশতাক কে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানানো হয় এবং তার বইগুলোর মোড়ক উমোচন করা হয়। ডক্টর এম এ মোশতাক বলেন,আমি কবিতা লিখেছি মনের চাহিদায়, অন্যায়ের প্রতিবাদ জানাতে, দিক নির্দেশনা দিতে,অন্ধকারে আলো জ্বালাতে, পথ হারাকে পথ
দেখাতে, মাতৃত্বকে জাগিয়ে তুলতে, অসহায় প্রেমিকের ক্রন্দন শুনাতে, দুর্বলকে শক্তি যোগাতে, ভিরুকে সাহস দিতে, শান্তির অভয়বাণী শোনাতে, বিবেক কে জাগিয়ে তুলতে, সুখের সঙ্গী হতে, দুঃখের ভাগীদার হতে, আনন্দে উল্লাসিত, শোকে মর্মাহত ও সমবেদনা জানাতে, নতুনত্ব সৃষ্টিতে, প্রার্থনার প্রয়োজনে, সৃষ্টিকর্তার নৈপূণ্যকে প্রশংসা ও বিপদে সাহায্য চাইতে,কর্মে অনুপ্রেরণা, প্রেম-ভালোবাসা বিনিময়ে, হতাশা-বিরহের যন্ত্রনা প্রকাশে, নৈপুণ্য সৃষ্টিতে, গানের সুর,চিত্রপটে রং মিলাতে, কবিতার ছন্দ খুঁজতে, অজানাকে জানার জন্যে, নবীনকে বরণ ও আপনজনদের কাছে টানতে এক কথায় মানুষের মধ্যে তাদের বিবেককে জাগিয়ে তুলতে নীরবতা আমাকে কাঁদায় ও দেশ আমার মাটি আমার এ দুটো কবিতা গ্রন্থ আপনাদের জন্য প্রকাশিত করতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছি।
বই হোক সমাজের দর্পণ, সমাজের প্রতিটি স্তরের অজানা গল্পগুলো যেন কবিতার ছন্দে নন্দিত হয় এবং সমাদৃত হয় পাঠক সমাজের কাছে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ডক্টর মোস্তফা আহমেদ মোশতাক তার দুটি কাব্যগ্রন্থ বাংলা সাহিত্যে নতুন সংযোজন। তিনি প্রতিনিয়ত সমাজকে নিয়ে ভাবেন ও গবেষণা করেন এবং সে ধারাবাহিকভাবে সমাজ উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তিনি আরো আশাবাদ ব্যক্ত করে বলেন, তার প্রকাশিত বইগুলো যেন পাঠক সমাজের সমাদৃত হয়। প্রকাশনা উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, তারেক আল মইন, নুরুল ইসলাম, কবি ও সাংবাদিক সুয়েজ হোসেন, কবি ও সাংবাদিক মোঃ আমীর হোসেন সোহাগ,রোহান আহমেদ, মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, সাব্বির আহমেদ, আসাদুজ্জামান রনি, কবি কাওসার আরা বেগম, সিলেটি নাগরী ভাষার গবেষক মোঃ দিলোয়ার হোসেন (আকাশ), সাংবাদিক উৎফুল বড়ুয়া, তাহুরা আহমেদ মিম, আবু সাইদ, আসলাম খান (স্বপন), পিঙ্কু আব্দুর রহমান ও কবি কামাল আহমেদ। বিজ্ঞপ্তি


