Monday, January 19, 2026
Monday, January 19, 2026
Homeআইন আদালতবোয়ালমারীতে দুই বেকারিকে জরিমানা।

বোয়ালমারীতে দুই বেকারিকে জরিমানা।

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে দুটি বেকারিতে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ওই দুই বেকারিকে এ জরিমানা করা হয়। অভিযানে বিএসটিআই আইন ২০১৮ এর ৩১ (৩১) ধারায় নাসির বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকায় এ জরিমানা করা হয়। লাইসেন্স নবায়ন না থাকায় বেকারিটিকে সতর্ক করা হয় এবং অবিলম্বে লাইসেন্স নবায়ন করার জন্য পরামর্শ দেয়া হয়। এছাড়া মদিনা বেকারি নামের অপর বেকারিকে একই অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মদিনা বেকারি নামের ওই বেকারির কোন পণ্যের গায়ে লেবেলিং ছিলো না। এজন্য মদিনা বেকারির মালিক এনামুল শেখকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ২৪ ধারায় ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল দেওয়া হয়। বেকারিটির কোন লাইসেন্সও ছিলো না। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: