Tuesday, April 29, 2025
Tuesday, April 29, 2025
Homeরাজনীতিসরকার যতই শক্তি প্রয়োগ করুক শেষ রক্ষা হবেনা। --------জননেতা...

সরকার যতই শক্তি প্রয়োগ করুক শেষ রক্ষা হবেনা। ——–জননেতা মাহবুব চৌধুরী।

স্টাফ রিপোর্ট, সিলেট :

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের একতরফা ভাগাভাগীর ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ ২৮ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা ও সিলেট মহানগর বিএনপির সাবেক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী জননেতা মাহবুব চৌধুরী সিলেটে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন।

এসময় জনাব মাহবুব চৌধুরী বলেন, সরকার যতই শক্তিu প্রয়োগ করুক শেষ রক্ষা হবেনা। ২০১৪ সালে ১৫৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিনা ভোটের নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৮ সালে পরের দিনের ভোট আগের রাতে করে নিশি রাতের পার্লামেন্ট গঠিত হয়। এবার আবার একই প্রক্রিয়ায় আধিপত্যবাদী শক্তি পাশ্ববর্তী দেশের যোগসাজসে সরকারী দল এবং ডামি প্রার্থীদের ভাগ বাঁটোয়ারার ডামি নির্বাচন করার পায়তারা করছে। জনগনের ট্যাক্সের হাজার হাজার কোটি টাকা খরচ করে বিরোধী দল ও ভিন্ন মতের হাজার হাজার নেতাকর্মীদের সাজা দিয়ে গ্রেফতার করে পাতানো এই নির্বাচন জনগণ প্রত্যাখান করছে। যতই কেরামতি করেন ভোট কেন্দ্রে ভোটার পাবেননা।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: