
সুজন আলী রাণীশংকৈল প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বুধবার ১৬ জানুয়ারি রাতে পৌর শহরের মধ্য ভান্ডারা এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ফুল বাবু (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করে। আটক ফুল বাবু ওই এলাকার মৃত নাজির হোসেনের ছেলে। পরে মাদক কারবারিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান এ দণ্ডাদেশ দেন।
জানা গেছে, ওই রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের মধ্য ভান্ডারা এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ফুল বাবুর বাড়ি থেকে ২৮০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা: আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে আগামীকাল জেল হাজতে পাঠানো হবে।