Monday, August 11, 2025
Monday, August 11, 2025
Homeরাজনীতিকেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি, আয়োজক, নির্বাচিত নেতৃবৃন্দকে খন্দকার মুক্তাদিরের অভিনন্দন।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি, আয়োজক, নির্বাচিত নেতৃবৃন্দকে খন্দকার মুক্তাদিরের অভিনন্দন।

দীর্ঘ একুশ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদল সম্মেলন ও কাউন্সিলে সরাসরি উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল হাসান রাকিব, আয়োজক সিলেট মহানগর ছাত্রদল ও এমসি কলেজ ছাত্রদলের নব নির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ ও নির্বাচনে অংশগ্রহনকারী সকল প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি সোমবার (১১ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, কাউন্সিলে সরাসরি ভোটের মাধ্যমে গণতান্ত্রিকভাবে স্বচ্ছ প্রক্রিয়ায় এমসি কলেজ ছাত্রদল নতুন কমিটি নির্বাচিত হয়েছে। এটি খুবই ইতিবাচক বিষয়। এই বিজয় বিএনপির আদর্শ, একতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ছাত্র সমাজের আস্থার প্রতিফলন। আশা করি, নবনির্বাচিত নেতৃত্ব ছাত্র সমাজের মর্যাদা রক্ষা, মানোন্নয়ন এবং দেশ ও মানুষের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে।
বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি দিনব্যাপী কাউন্সিলের অংশগ্রণ করে তা প্রাণবন্ত করে তুলেন ও সফল ভাবে মহানগর ছাত্রদল এই আয়োজনটি করায় এবং নির্বাচিত নেতৃবৃন্দ, অংশগ্রহণকারী এবং ভোটারদের ধন্যবাদ ও অভিনন্দন জানান তিনি। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: